
ভালো না বাসলেই বরং
একটি বেশি ভালো,
ভালোবাসলে মানুষ ছলনাময়ী হয়ে যায়।।
বন্ধুত্বই ঠিকে থাকে আজীবন
বন্ধু হয়ে থাকাই যেন বেশি চিরন্তন।।
: না, এটা ভুল কথা,ভালোবাসলে মানুষ ছলনাময়ী হয় না।
:কিন্তু ভালোবাসার কথা বললেই মানুষ
স্বার্থ নিয়ে ভাবে,
ভালোবাসার কথা বললেই
সে সময় নেবে,
ভালোবাসবে কি না?
ভালোবাসার কি না?
ভালোবাসলে সুখী হবে কি না?
কিংবা সুখে রাখতে পারবে কি না?
কিন্তু বন্ধুত্বে নেই অতো স্বার্থপরতা,
তাই বলি, তুমি বরং আমায়
ভালো না বাসলেই ভালো।
হাসি, কথা,আর মিষ্টি
আলাপনে কেটে যাক না
না হয় এভাবে......
No comments:
Post a Comment