Ad-1

Friday, April 19, 2019

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯ এর প্রিলিমিনারি টেস্ট (কলেজ পর্যায়)

১. মহান নেতা শেখ মুজিবুর রহমান কে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?
২. 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন 2 নারীকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?
৩. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
৪. ওপেক এর সচিবালয় কোথায় অবস্থিত?
৫. জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
৬. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলা হয়?
৭. 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয় কোন শহরকে?
৮. বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য কোন গ্যাস এর ভূমিকা সর্বোচ্চ?
৯. বাংলাদেশ স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
১০. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরি রত ছিলেন?
১১. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
১২. 'মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা' গানের রচয়িতা কে?
১৩. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?
১৪. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
১৫. ক্রেমলিন কী?
১৬. বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কো মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার অন্তর্ভুক্ত করা হয়েছে?
১৭. জাপানের পার্লামেন্টের নাম কি?
১৮. পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কি?
১৯. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
২০. ফিফা বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হবে?
২১. সি আর এর সদর দপ্তর কোথায়?
২২. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
২৩. জি 7 এর একমাত্র এশীয় দেশ কোনটি?
২৪. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ---
২৫. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন---
২৬. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
২৭. ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন?
২৮. মনীষা শব্দের বিপরীত শব্দ---
২৯. রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র---
৩০. শীকর শব্দের অর্থ?
৩১. কোন বানানটি শুদ্ধ?
৩২. লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি?
৩৩. টপ্পা কি?
৩৪. 'ঙ'-ধ্বনিটির সঠিক উচ্চারণ কি?
৩৫. নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
---- কবিতার কথা
৩৬. সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়---
৩৭. বিভক্তিহীন নাম শব্দকে বলে---
৩৮. 'আমার গানের মালা আমি করবো কারে দান।' বাক্যটিতে কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
৩৯.'নির্মোক' কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
৪০. I can not spare an instant - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
৪১. 'প্রসূন'-এর প্রতিশব্দ হলো---
৪২. 'ডাক্তার সাহেবের হাতযশ ভালো'- বাক্যে হাত ব্যবহৃত হয়েছে----
৪৩. 'অনেক'- শব্দটি----
--- ন ঞ তৎপুরুষ।
৪৪. 'ঢাক ঢাক গুড গুড'- বাগধারাটির অর্থ কি?
৪৫. 'নীরোগ'- শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
৪৬. " সুন্দর মানুষকে নিজের দিকে টানে"- বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ?
৪৭. মৌলিক শব্দ কোনটি?
----কালো।
৪৮. Epicurism'- এর যথার্থ পরিভাষা---
৪৯. Choose the correct answer---
--- I have many works to perform.
৫০. Naseem will discuss the issue with Rafiq
--- over
৫১. ৫২. 'কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল'- the best translation is
--- the authority took him to task.
৫৩. The verb form of 'deceit'- is
৫৪. Slow and steady---------- the race
----- win
৫৫. 'a rolling stone gathers no moss.'here 'rolling' is
--- an adjective.
56. What would be the right synonym of 'initiative'?
57. He Prohibited me----
58. " call to mind"- means
---- remember
59. Identify the correct passive form of "he made me laugh."
---I was made laughing by him.
60. Choose the correct sentences;
----All of the boys got prize.
61.He fathered the plan.The word 'father' is
---a Verb
62. Price for bicycles can run---------Tk 2000.
63. Walk fast lest you -------- miss the bus.
---should.
64. The idiom 'put up with'- means
--- tolerate
65. Choose the correct alternative to correct the sentence---- he------- to see us if we had been able to do.
--- would have come.
66. Identify the correct sentence.
-- he is better and superior to me.
67. Select the meaning of the word' stagflation'-
68. The world' permissive' means
69. What would be the right antonyms of 'anihilate'----
70. The synonym of the world' scanty'- is
---ample.
71. I have applied for the post of a lecturer----- english
---in.
72. The principal along with his students--------- planting trees for 2 hours.
---- has been.
73. Who is one is the correct sentences:
Two third of the students got degrees.

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post