সূত্র:[5c,lanif tset,19,algnab ]
শ্রেণি: পঞ্চম.
বিষয় : বাংলা
সময় - ২ ঘণ্টা ৩০ মিনিট। পূর্ণমান – ১০০
[দ্রষ্টব্য : ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ:--
১১. নিচের কবিতাংশটুকু পড়ে ক,খ ও গ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।।
এই যে ছবি এমন আঁকা
ছবির মত দেশ
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ।
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি, নেই রং
তবু আঁকতে পারে সবই।
ক) কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার অংশ এবং উক্ত কবিতার কবির নাম কি?
খ) কবিতাংশটির ভাবার্থ লেখ।
গ) কবির কাছে এদেশকে ছবির মতো আঁকা বলে মনে হচ্ছে কেন?
১২.জন্ম নিবন্ধনের জন্য উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর ;
তথ্য ফরম
নাম:
মাতার নাম:
পিতার নাম:
জন্ম তারিখ:
জাতীয়তা :
ধর্ম:
বর্তমান ঠিকান :
স্থায়ী ঠিকানা:
শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ:
এই যে ছবি এমন আঁকা
ছবির মত দেশ
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ।
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি, নেই রং
তবু আঁকতে পারে সবই।
ক) কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার অংশ এবং উক্ত কবিতার কবির নাম কি?
খ) কবিতাংশটির ভাবার্থ লেখ।
গ) কবির কাছে এদেশকে ছবির মতো আঁকা বলে মনে হচ্ছে কেন?
১২.জন্ম নিবন্ধনের জন্য উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর ;
তথ্য ফরম
নাম:
মাতার নাম:
পিতার নাম:
জন্ম তারিখ:
জাতীয়তা :
ধর্ম:
বর্তমান ঠিকান :
স্থায়ী ঠিকানা:
শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ:
No comments:
Post a Comment