Ad-1

Monday, September 23, 2019

আবেদনপত্র

১। বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্র লেখো।

২৫ মার্চ, ২০১৭

বরাবর

প্রধান শিক্ষক

পলাশপুর প্রাথমিক বিদ্যালয়, জামালপুর।

বিষয় : বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। বিগত চার বছর ধরে আমি এ বিদ্যালয়ে পড়ালেখা করে আসছি। আমি সব সময়ই প্রথম হয়ে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার বাবা একজন দরিদ্র কৃষক। পরিবারের ভরণপোষণ ছাড়াও তিনি আমাদের তিন ভাই-বোনের খরচ চালাতে হিমশিম খান। গত দুই মাস এ কারণে তিনি আমার স্কুলের পাওনা পরিশোধ করতে পারেননি। এ অবস্থায় আমার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

অতএব বিনীত প্রার্থনা এই যে, আমার বাবার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমাকে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান করে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক—

নুজহাত ফাতিমা

পঞ্চম শ্রেণি, রোল নম্বর : ১।

No comments:

Post a Comment

Recent Post

সুভা

রবীন্দ্রনাথ ঠাকুর   জ্ঞানমূলক প্রশ্ন ১. সুভার বাবার নাম কি? ২. সুভা কোথায় বসে থাকত? ৩. সুভা জলকুমারী হলে কী করত? ৪. সুভার গ্রামের নাম কী? ৫...

Most Popular Post