Ad-1

Saturday, July 3, 2021

আমার পরিচয়

জ্ঞানমূলক প্রশ্নঃ-

১. বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে?

২. “আলপথ’ কী?

৩. বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?

৪. কবি কোন পথ দিয়ে হাজার বছর চলেছেন?

৫. কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কে?

৬. বাঙালি জাতির বীজমন্ত্র কোনটি?

৭. মন্দির-বেদি কোথায় অবস্থিত?

৮. আমার পরিচয়' কবিতায় কীসের ছবি আঁকার কথা বলা হয়েছে?

৯. বড়ো সোনা মসজিদ কোথায় অবস্থিত?

১০. রাষ্ট্রভাষার রাজপথ কোন রঙের?

১১. দেউল'- অর্থ কী?

১২. পায়ের আওয়াজ পাওয়া যায় ' কোন ধরনের সাহিত্য কর্ম?

অনুধাবনমূলক প্রশ্নঃ-

১. চর্যাপদ কী ? – বুঝিয়ে বলুন ।
২. বাংলার ইতিহাসে পালযুগ কেন বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত?
৩. আমার পরিচয়” কবিতায় কবি বারো ভূইয়ার প্রসঙ্গ এনেছেন কেন?
৪. ‘আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে’ বলতে কী বোঝানো হয়েছে?
৫. ‘‘আমি তো এসেছি ‘কমলার দীঘি’, ‘মহুয়ার পালা’ থেকে।”- এ কথা দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?

৬. বাঙালি জাতির বীজমন্ত্র বলতে কী বুঝানো হয়েছে?

৭. আউল বাউল দেউল বলতে কী বুঝানো হয়েছে?

৮. ক্ষুদিরামের পরিচয় দাও।

৯. 'লাষ্ট্রভাষায় লাল রাজপথ ' বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

১০. কবি পাল যুগের চিত্রকলার কথা বলেছেন কেন?

১১. 'আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে'- কেন এই দাবি?

১২. এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে:- একথা বলার কারণ কী?

সৃজনশীল প্রশ্ন ১ : ইংরেজ শাসকদের কাছ থেকে উপমহাদেশের মুক্তির জন্য মহাত্মা গান্ধী এক সময় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন। নানাভাবে তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিক ফসল স্বদেশী আন্দোলন, অহিংস আন্দোলন ইত্যাদি। কালের বিবর্তনে জন্ম পাকিস্তান ও ভারত নামক দুটি পৃথক রাষ্ট্রের এবং পরবর্তীকালে বাংলাদেশের।

গ. উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার সাথে যেদিক দিয়ে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয়।”- যুক্তিসহ লেখ।

 

সৃজনশীল প্রশ্ন ২ :
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান
অবান্তর আজ এ প্রশ্ন
আমরা সবাই বাঙালি
বাংলা মায়ের সন্তান
এ কথাই অগ্রগণ্য।
আমাদের পরিচয় ধর্মে নয়
কর্মে পরিচয় পাই—
আমরা সবাই মানুষ
এটাই আমাদের শেষ পরিচয়।

গ. উদ্দীপকটি ‘আমার পরিচয়’ কবিতার কোন দিকটির সঙ্গে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. ‘আমরা সবাই মানুষ এটাই আমাদের শেষ পরিচয়।’—পঙ্‌িক্তটি ‘আমার পরিচয়’ কবিতার আলোকে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : গোপালই প্রথম যথার্থ বাঙালি যিনি পাল রাজবংশের প্রতিষ্ঠা ঘটান। এ সময়ে একটি স্বাধীন বঙ্গরাজ্যের উদ্ভব ঘটে । পাল রাজবংশের শাসনকালে জাতিভেদ প্রথার বিলোপ ঘটে, গণতন্ত্রের প্রতি সমর্থন দেখা যায়, চিত্রশিল্প ও ভাস্কর্য এ অঞ্চলে গড়ে উঠে । সবচেয়ে বড়কথা, এ সময় বৌদ্ধাবিনয়, সাম্য এবং মমতার একটি আদর্শ এখানে প্রতিষ্ঠিত হয় ।

গ. উদ্দীপকটি “আমার পরিচয়’ কবিতার কোন দিকটি প্রকাশ করে? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি “আমার পরিচয়” কবিতার অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেছে ।” – উক্তিটি বিশ্লেষণ করো।

 

সৃজনশীল প্রশ্ন ৪ :
আমার এ দেশ সব মানুষের
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে
হিন্দু মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান; দেশমাতা এক সকলের
এক হয়ে মিশে গেছি আমরা সবাই একদলে
মন্দির মসজিদ গির্জার আবাহনে বাণী শুনি এক সুরে ।

গ. উদ্দীপক ও “আমার পরিচয় কবিতার মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ.উদ্দীপকে সকল জাতি মিলে মিশে বসবাসের যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে তা ‘আমার পরিচয় কবিতার ও উপজীব্য কিনা আলোচনা করাে।

সৃজনশীল প্রশ্ন ৫ : বাংলা সর্ব ঐশ্বীশক্তির পীঠস্থান ৷ হেথায় লক্ষ লক্ষ যোগী-মুনি-ঋষি-তপস্বীর পীঠস্থান, সমাধি: সহস্র ফকির-দরবেশ অলি-গাজির দরগা পরম পবিত্র । হেথায় গ্রামে হয় আজানের সাথে শঙ্ঘণ্টার ধ্বনি । এখানে যে শাসনকর্তা হয়ে এসেছে সেই স্বাধীনতা ঘোষণা করেছে। বাংলার আবহাওয়ায় আছে স্বাধীনতা মন্ত্রের স্জীবনী শক্তি । আমাদের বাংলা নিত্য মহিমাময়ী, নিত্য সুন্দর, নিত্য পবিত্র।

গ. উদ্দীপকের সঙ্গে “আমার পরিচয়’ কবিতার সাদৃশ্য নির্ণয় করুন ।
ঘ. উদ্দীপকে “আমার পরিচয়” কবিতার আদর্শিক চিত্র ফুটে উঠেছে, পূর্ণাঙ্গ ছবি উঠে আসেনি। – আলোচনা করুন।

 


No comments:

Post a Comment

Recent Post

"শাকেই এত লাড়া, ডাল হলে ভাঙত হাঁড়ি, ভাসত পাড়া-পাড়া।" এই কথা দ্বারা কি বুঝানো হয়েছে?

এই প্রবাদটি বোঝাতে চায় যে ছোটোখাটো বিষয়ে যদি এত ঝামেলা বা উত্তেজনা হয়, তাহলে বড় কোনো বিষয়ে কী হতে পারে তা সহজেই অনুমেয়। "শাকেই এত লাড়া&...

Most Popular Post