হার্ড ডিস্কের ফাইলগুলো এলোমেলো থাকে,যার কারণে ডিস্কে বিরাট জায়গা দখল করে নেয়।ফলে হার্ড ডিস্ক তাড়াতাড়ি পরিপূর্ণ হয়ে যায় বা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়।হার্ড ডিস্কের ফাইলগুলো সাজানোর জন্য Disk Defragment করতে হয়,তা করার জন্য
1. search box-এ লিখুন Disk Defragment
2. Defragment
3. Click C drive
4. Click Analyze
★ Restore point
1. Search restore point
2. Click there
3. Configur
4. Turn on
5. Create
★ Virus দূর করা ও কম্পিউটার স্পিড বাড়ানোর জন্য মাঝে মাঝে junck file ডিলিট করতে হয়।তা করার জন্য
1. উইন্ডোজ কী+R
2. %temp% or prefetch or tree
3. Press ' Enter'
★ হার্ডওয়্যারের ডিটেইল জানার
1. প্রেস Windows+r
2. Write - misinfo32
3. Enter
★ আমাদের অনেক সময় কোন এপ্সে কোন পাসওয়ার্ড ব্যবহার করেছি মনে থাকে না,তা জানার জন্য/ দেখার জন্য
1. Go to 'gmail'
2. Click on 'pic'
3. Click on 'Manage your Google Account'
4. Click on 'Security'
5. Click on 'Password Manager '
No comments:
Post a Comment